বাইকে ভ্রমন এখন একটি ঝোঁকে পরিণত হয়েছে। একটি নিরাপদ ভ্রমনের জন্য আমি “মোটরসাইকেলে দীর্ঘ ভ্রমণের জন্য ১৫ টি টিপস্, যা একজন সত্যিকার বাইক চালকের জানা উচিত” লেখাটি তৈরি করেছি। যদিও বাংলাদেশ একটি দরিদ্র দেশ কিন্তু এখানের মানুষ হাসতে এবং মজা করতে পছন্দ করে। আর এই সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে, আবহাওয়া ও সময় অনুসারে পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের প্রত্যেক মোটরসাইকেল মালিকেরা চায় তার প্রিয় বাইকটি নিয়ে ঘুরতে। যুবকেরা মহাসড়কে দ্রুত গতিতে বাইক চালাতে পচ্ছন্দ করে।
এই লেখাটি দীর্ঘ পথের চালকদের জন্য। একটি নিরাপদ ভ্রমণের জন্য মোটরসাইকেলে দীর্ঘ পথ ভ্রমণের এই টিপস্ গুলো আপনাকে সম্ভবত সাহায্য করবে।
১) অনেকে মনে করেন সার্ভিসিং এর প্রয়োজনীয়তা নেই কিন্তু আমি সার্ভিসিং করার পরামর্শ দেব। আপনার দেখায় আপনি অনেক সমস্যা দেখতে পাবেন না কিন্ত একজন ভালো মেকানিকের চোখ অনেক সমস্যা দেখতে পাবে। তাই সঠিকভাবে আপনার বাইকটি সার্ভিস এবং পরিষ্কার করুন। যদি ইঞ্জিন অয়েল অনেকদিন ব্যবহৃত হয় তাহলে তা পরিবর্তন করুন। এটি আপনার ইঞ্জিনকে একটি ভালো কার্যক্ষমতা দিবে। দেখুন বাইকের সিস্টেম, চেইন, কার্বুরেটর, চাকার চাপ এবং বৈদ্যুতিক অংশ।
বিস্তারিতঃ http://bike.com.bd/15-long-riding-tips-for-the-bikers/
======================================================
Join The most popular Bike Group of Bangladesh: https://www.facebook.com/groups/bikebdofficial/
Join Our Facebook Fan Page: https://www.facebook.com/bikebangladesh
Follow Us On Twitter: https://twitter.com/bikebd
Follow Us On Instagram: https://www.instagram.com/bike.bd/
======================================================
বাইক,বাইক চালানোর কৌশল,বাইক চালানোর নিয়ম,বাইক ড্রাইভিং,
বাইক রেস,মোটর সাইকেল,মোটর সাইকেল চালানোর নিয়ম,মোটর সাইকেল চালানোর নিয়ম বাইক চালানোর নিয়মাবলী,মোটর সাইকেল দাম,
মোটর সাইকেল রেস,মোটরসাইকেল,মোটরসাইকেল এক্সিডেন্ট,মোটরসাইকেল চালানো শেখা,মোটরসাইকেল চালানোর নিয়ম,
মোটরসাইকেল টিপস,মোটরসাইকেল দুর্ঘটনা,