“এই কথাটি যে ১০জনের কাছে ছড়িয়ে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে”
সামাজিক মাধ্যমজুড়ে আমরা এ ধরনের কথার সম্মুখীন হয়ে থাকি। সাথে থাকে ইসলাম থেকে শুরু করে বিনোদন জগতের নানা আজগুবি কথা এবং চিত্র। এর মধ্যে থেকে অনেক কিছু দেখে আমরা বিস্মিত হই, বিচলিত হই আবার মজাও পাই – তাই আমরা নির্দ্বিধায় তা শেয়ার করে বসি।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি – এই কথাগুলো যদি সত্যি না হয়, যদি এই ছবিগুলো সফটওয়ের দ্বারা পরিবর্তিত হয়ে থাকে, তাহলে এর পরিণতি কী হতে পারে? আসুন, মুসলিম হিসেবে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরো সচেতন হই এবং ধোকার হাত থেকে নিজেদের নিরাপদ রাখি।
http://fb.me/baseeramedia