কোন হেয়ার স্টাইলে আপনাকে বেশী সুন্দর লাগবে জেনে নিন (Which hair style is suitable for you)
মুখ বুজে নয়, চুল ছাঁটান মুখ বুঝে। চুল ছাঁটার আগে সেলুনে বসে নির্দেশনা তো আপনি নিজেই দেন। কাজেই চেহারার সঙ্গে মানানসই ধাঁচে চুল ছাঁটিয়ে নিন। ছেলেদের চুলের ছাঁটের ধাঁচ তো হাতে গোনা। তাই পোশাকের পরে চুলের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। চুল নিয়ে অবশ্য তরুণদের মধ্যে অনেক নিরীক্ষাও চলে। আজ এই কাট তো কাল সেই কাট। এই চুল লম্বা তো এই আবার ছোট। গরমের সময় তো অনেকেই ছোট চুলের কাট বেছে নেন। কারণ, সব ধরনের চুলের কাট কিন্তু সবার জন্য নয়। চুল কাটার আগে তাই মুখের গড়ন বুঝে কাট নেওয়ার পরামর্শ দিচ্ছেন চুল বিশেষজ্ঞরা।
Nulledfile.com is a theme, plugin, Script and software sharing Web site. We Shared all premium theme and plugin without any fee. Stay Connected with us.